রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম আকরাম আলী।
স্থানীয়দের দেয়া তথ্য মতে, নিহতের মেয়ে আলফি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। আলফি বুধবার সকালে প্রাইভেট পড়ে নগরীর তালাইমারী শহীদ মিনার মোড়ে অটো থেকে নেমে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় স্থানীয় বখাটে নাট্টু ওই মেয়েকে ইভটিজিং করে। আলফি বাড়িতে এসে বিষয়টি তার মা-বাবাকে বলেন। বাবা আকরাম বিষয়টি প্রতিবেশী নাট্টুর বাবা-মাকে জানান। এতে নাট্টু ক্ষিপ্ত হয়।
এরপর বুধবার রাত আনুমানিক ১০ টার দিকে আকরামের ছেলে ইমাম হাসান অনন্তকে শহীদ মিনার এলাকার সড়কে দলবল নিয়ে পেটাতে শুরু করে। এ সময় তার বাবা আকরাম ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারতে শুরু করে। এক পর্যায়ে ইট দিয়ে আকরামের মাথায় আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পরেন। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ জানান, নিহতের ছেলে অনন্ত ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অন্তত ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
Post a Comment