স্ত্রীর লাশ গুম করে ছেলেকে নিয়ে খোঁজাখুঁজি করেন ইমাম

 


কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রী সাহিদা বেগমকে হত্যার পর লাশ গুম করে ছেলেকে নিয়ে তার মাকে খোঁজাখুঁজি করেন স্বামী আবদুল মমিন। তিনি ধনুসাড়া জামে মসজিদের ইমাম। 


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) চৌদ্দগ্রাম থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৩ ফেব্রুয়ারি ভোর রাতে উপজেলার ধনুসাড়া গ্রামে স্ত্রীর লাশটি কাঁধে করে নিয়ে বাড়ির একটি সেপটিক ট্যাঙ্কের ভেতর গুম করে গোসল করে ফজরের নামাজের ইমামতি করেন তিনি। 


চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, প্রায় ১৩০ বছর বয়সী মায়ের সঙ্গে আবদুল মমিনের (৭০) স্ত্রী সাহিদা বেগম (৬০) দুর্ব্যবহার করায় রাগান্বিত হয়ে এমন কাণ্ড ঘটান তিনি।

মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৭ মার্চ আবদুল মমিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আবদুল মমিন তার স্ত্রী সাহিদা বেগমকে হত্যার কথা স্বীকার করেন। তিনি আদালতেও জবানবন্দি দিয়েছেন বলেও জানান ওসি।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post