হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে ঢাকার উত্তরা পশ্চিম থানা পুলিশ। তিনি ছাত্র-জনতা হত্যাচেষ্টা মামলার আসামি।

সোমবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি তিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয় তার বাসায়। তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানায় আনা হয়েছে। এর আগে তুরিনের বাড়িতে অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করে উত্তর-পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, আমরা ব্যারিস্টার তুরিন আফরোজের বাসা ঘিরে রেখেছি।

Post a Comment

Previous Post Next Post