৬ মাসের সাজা এড়াতে দশ বছর পালিয়েও শেষরক্ষা হলো না সোহেল হাওলাদারের (৩৫)। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শনিবার (১২ এপ্রিল) সকালে কারাগারে পাঠানো হয়।
সোহেল হাওলাদার ঝালকাঠির নলছিটি পৌরসভার মল্লিকপুর এলাকার মৃত হারুন হাওলাদারের ছেলে।
নলছিটি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাওসার আহম্মেদ সিদ্দিকী জানান, ২০১৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৬ মাসের সাজা হয় সোহেল হাওলাদারের। সাজা এড়াতে এতদিন আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জেলহাজতে পাঠানো হয়েছে।
00:01
Post a Comment