ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৫০

 


ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শিক্ষার্থী ও পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। আজ মঙ্গলবার বেলা ১১টার পর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ওই সংঘর্ষের শুরু হয়। এক পর্যায়ে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয় পুলিশ।প্রতক্ষ্যদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর দুপুরেও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় শুরু হলে ওই এলাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।কী কারণে দুপক্ষের সংঘর্ষ তা জানা যায়নি। পুলিশ বা দায়িত্বশীল কেউ এ নিয়ে কিছু জানাতে পারেনি। স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়।


শিক্ষার্থীদের দাবি, সোমবার ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন যুবক। এরমধ্যে একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। এমন অভিযোগ এনে মঙ্গলবার ঢাকা কলেজের ছাত্ররা সিটি কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা শুরু করেন। আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান বিক্ষুব্ধরা।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post