ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতা জেরে কৃষকের ছয় হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ এপ্রিল) গভীর রাতে উপজেলার বোয়ালে গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক লিয়াকত আলী পৌর এলাকার বোয়ালে গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা কৃষকেরা জানান, কৃষক লিয়াকত আলী দুই বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ করেছিলেন। কিছুদিন আগে বাগান থেকে কিছু ড্রাগন ফলও বিক্রি করেছেন। রাতের আঁধারে ড্রাগন গাছগুলো গোঁড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
কৃষক লিয়াকত আলীর অভিযোগ, ধার-দেনা করে আমার ড্রাগন বাগানে প্রায় ৮লাখ টাকা খরচ করেছি। শনিবার সকালে মাঠে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পাই। এতে করে আমি দিশেহারা। আমার ধারণা পূর্ব শত্রুতার কারণেই আমার ড্রাগন বাগানটি কাটা হয়েছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করেমহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, ড্রাগন গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণা করা হবে।ছি।
Post a Comment