এসএসসি পরীক্ষায় উত্তর বলে দেওয়ার অভিযোগে হল সুপার আটক, ৩ শিক্ষক প্রত্যাহার

 


চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার অভিযোগে হল সুপার আজমুল হককে আটক ও হলে দায়িত্বরত তিন শিক্ষককে প্রত্যাহার করা হয়েছেআজ সোমবার সকালে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, ওই কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে হল সুপার ও দেবকরা মারগুবা ড. শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজমুল হক ১২নং হলে গিয়ে 


শিক্ষার্থীদের মৌখিকভাবে এমসিকিউ উত্তর বলে দেন। ওই সময় কেন্দ্রে উপস্থিত হয়ে তাঁকে হাতেনাতে আটক করা হয়। অভিযুক্ত হল সুপার দোষ স্বীকার করেন এবং কেন্দ্র সচিব মো. আজাদ হোসেন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। দুপুরে শাহরাস্তি থানা পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।কেন্দ্র সচিব ও নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদ হোসেন জানান, হলের দায়িত্বে থাকা তিন শিক্ষককে আগামী পরীক্ষাগুলো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, কেন্দ্র থেকে অভিযুক্ত শিক্ষক আজমুল হককে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post