নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে একটি মাদরাসার দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা হয়।মৃত দুই শিশু হলো দক্ষিণ চরক্লার্ক গ্রামের মনু মিয়ার মেয়ে আলিশা খাতুন (৭) ও একই গ্রামের সাইফুর রহমান মাসুদের মেয়ে পাখি আক্তার (৭)। তারা স্থানীয় ফকির মার্কেট নূরানী মাদরাসার নূরানী বিভাগের ছাত্রী ছিল।চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার জানান, দুপুর ২টার দিকে দুই শিশু তাদের মায়েদের অগোচরে পুকুরে যায়। সাঁতার না জানায় তারা পুকুরের পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রথমে পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখা যায়। পরে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’
Post a Comment