যে কারনে তিন ক্রিকেটারের ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল ভারত


 

পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। ইতোমধ্যে দুই দেশের রাজনৈতিক বিরোধ এখন যুদ্ধে রূপ নেওয়ার শঙ্কায় রয়েছে।

এর মাঝেই পাকিস্তানের সাবেক তিন ক্রিকেটারসহ ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের সাবেক ক্রিকেটারের মধ্যে রয়েছেন শোয়েব আখতার, বাসিত আলি এবং রশিদ লতিফের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল। 


নিষিদ্ধ হওয়া বাকি ১৬টি ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে রয়েছে; ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, জিও নিউজ, বল নিউজ, রফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনীব ফারুক, শুনো নিউজ এইচডি, রাজি নামা এবং ইর্শাদ ভাট্টি।


ভারত থেকে এসব চ্যানেলে প্রবেশের চেষ্টা করলে এখন একটি বার্তা দেখা যাচ্ছে, যেখানে লেখা, এই কনটেন্টটি বর্তমানে এই দেশে পাওয়া যাচ্ছে না কারণ জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারের নির্দেশ রয়েছে

ভারতের সংবাদমাধ্যমগুলো সে দেশের সরকারি সূত্রের বরাতে জানায়, পেহেলগাম হামলার পর উস্কানিমূলক, সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল, বিভ্রান্তিকর এবং ভারতবিরোধী তথ্য ছড়ানোর অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অসামরিক প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ।


ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, নিষিদ্ধ হওয়া এই চ্যানেলগুলোর সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৬ কোটি ৩০ লাখ। তবে এখনও পর্যন্ত শোয়েব আখতার, বাসিত আলি কিংবা রশিদ লতিফ এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।


এর আগে পেহেলগামে হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিন্ধু পানিচুক্তি স্থগিত, আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ, ভিসা বাতিল ও পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার সময়, প্রতিরক্ষা কর্মকর্তাদের দেশে ফেরার নির্দেশ ও দূতাবাসে কর্মকর্তার সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post