মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রথম দিনের স্বাক্ষ্য গ্রহণ শেষ। এতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী শিশু আছিয়ার মা আয়েশা খাতুন, প্রতিবেশী জলি খাতুন ও অসুস্থ আছিয়াকে বহনকারী ভ্যানচালক রুবেল হোসেন।
রোববার (২৭ এপ্রিল) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ স্বাক্ষ্য গ্রহণ শুরু করা হয়। আদালতে মামলার সকল আসামিকেই হাজির করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল।
এদিকে, মামলার শুরু থেকে আসামি পক্ষে কোন আইনজীবী না থাকলেও এদিন লিগ্যাল এইডের মাধ্যমে আসামিদের আবেদন প্রেক্ষিতে অ্যাডভোকেট সোহেল আহমেদকে নিয়োগ দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ৬ মার্চ সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে বোন শ্বশুর বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায়।
এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করে। এ মামলায় ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচারকাজ শুরু হয়।
Post a Comment