শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিশু মাহিনের বাবা মুসা শেখ একটি তিন চাকার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। স্থানীয়ভাবে গাড়িটি ‘খেক্কর গাড়ি’ নামে পরিচিত। প্রতিদিন এই গাড়িতে তিনি মাটি পরিবহন করতেন। প্রতিদিনের মতো আজও সকালে বের হয়ে দুপুর পর্যন্ত মাটি পরিবহন করেন। দুপুর ২টার দিকে তিনি দুপুরের খাবার খাওয়ার জন্য গাড়িটি নিয়ে বাড়িতে আসেন। এ সময় বাড়ির সামনে প্রতিদিন যেখানে গাড়িটি রাখা হয় সেখানে গাড়ির পেছন দিক দিয়ে দৌড়ে আসে মাহিন। বাবা কিছু বুঝে ওঠার আগেই পেছনের এক চাকার নিচে চাপা পড়ে নিহত হয় শিশুটি।
আলফাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। রাতেই শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।
00:01
Post a Comment