বোনের সঙ্গে অভিমান করে ভাইয়ের আত্মহত্যা


 

পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজের বোনের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন মো. রেদোয়ান অনিক (২৬) নামে এক চিকিৎসক। 

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর নিজ বাড়িতে অনিকের মরদেহ পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে অনিক তার বোন নাবিলার সঙ্গে পারিবারিক কলহের জেরে ঝগড়া করে রাতের কোন এক সময় কীটনাশক পান  করেন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাত ৩টায় তিনি মারা যান। রিদোয়ান মা ও শিশু বিভাগে এমবিবিএস সম্পন্ন করেছিলেন।

রেদোয়ান অনিক পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকার আশেকে আলী ও ফরিদা দম্পতির ছেলে। 


সোনারগাঁ থানার উপপরিদর্শক (ওসি তদন্ত) রাশেদুল ইসলাম খান বলেন, পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post