ঢিল ছোড়া আমেরিকান কিশোরকে গুলি করে মারল ইসরায়েল

ঢিল ছোড়া আমেরিকান কিশোরকে গুলি করে মারল ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক মার্কিন–ফিলিস্তিন নাগরিক নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় তুরমাস আয়া শহরের উপকণ্ঠে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, গুলিতে আরও দুই কিশোর আহত হয়েছে। এদের একজনের অবস্থা গুরুতর। নিহত ওমর মোহাম্মদ সাদা রাবেয়ার বয়স ১৪ বছর। অন্য দুজনের বয়সও ১৪ বছরের মতো। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, মহাসড়কে ঢিল ছুড়ছিল তিন ‘সন্ত্রাসী’। এ সময় তাদের লক্ষ্য করে গুলি করে সেনা সদস্যরা। এতেই হতাহতের ঘটনা ঘটে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অংশ মন্তব্য করে নিন্দা জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষে এ নিয়ে কিছু জানানো হয়নি। তুরমাস আয়ার মেয়র জানান, শহরের প্রবেশমুখে ইসরায়েলি সেনাদের গুলিতে সাদা রাবেয়ার মৃত্যু হয়। এ শহরে অনেক ফিলিস্তিন–আমেরিকান নাগরিক বাস করেন। 

Post a Comment

Previous Post Next Post