স্কুলে ঢুকে শিক্ষকদের হেনস্তার অভিযোগ বাবা-ছেলের

স্কুলে ঢুকে শিক্ষকদের হেনস্তার অভিযোগ বাবা-ছেলের

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় স্কুল শিক্ষকদের মারধর চেষ্টা ও হেনস্তা করার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে। সাবেক শ্রমিক দল নেতা আব্দুল আজিজ ও তার ছেলে সাবেক ছাত্রদল নেতা সাঈদ সারোওয়ার শুভ বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের কামানখোলা অলিউল্যাহ মুসলিম পলিটেকনিক একাডেমিতে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী প্রধান শিক্ষক সেলিম আহমেদ ভূঁইয়া ও সহকারী শিক্ষক সেলিম রেজাকে মারধরের চেষ্টাসহ হেনস্তা করেন আজিজ ও তার ছেলে শুভ। অভিযুক্ত শুভ দালালবাজার ডিগ্রি কলেজ ব্যবসায় শিক্ষা শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও তার বাবা আজিজ সদর (পশ্চিম) উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি। 

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘটনার সময় বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছে৷ এর মধ্যেই শুভ একটি এসএস পাইপ হাতে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। তার পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। তিনি প্রধান শিক্ষকের কক্ষের সামনে এসে ক্ষিপ্ত আচরণ করেন। পরে অনুষ্ঠানস্থলে গিয়ে মঞ্চে থাকা শিক্ষক সেলিম রেজাকে ডেকে এনে মারধরের চেষ্টা করেন। এতে শিক্ষার্থীরা তাকে ধরে পাইপটি নেয়। 

শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটি জানায়, বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে শুভ হামলা করতে আসছিলেন। শিক্ষার্থীরা তাকে না ধরলে শিক্ষক রেজাকে মারধর করতেন তিনি।

এক পর্যায়ে গালমন্দ করে তিনি বিদ্যালয় থেকে চলে যান। পরে পৌনে ২টার দিকে শিক্ষক-শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিকদের সামনেই শুভর বাবা আজিজ এসে কক্ষে ঢুকে প্রধান শিক্ষক সৈয়দ আহমেদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি শিক্ষককে ধাক্কাও দেন।

শিক্ষক সেলিম রেজা বলেন, ‘এসএস পাইপ হাতে শুভ অনুষ্ঠানস্থলে এসে আমাকে মারধরের চেষ্টা করে। শিক্ষার্থীদের বাধায় আমাকে মারতে পারেনি।

তবে অশ্লীল ভাষায় গালমন্দ করেছে।’

আরো পড়ুন
‘বাকি জীবন কিভাবে চলব’

‘বাকি জীবন কিভাবে চলব’

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ ভূঁইয়া বলেন, ‘শুভ আমাকেও মারার জন্য তেড়ে এসেছিল। মারতে না পেরে গালমন্দ করে। তার বাবা আজিজও আমাকে মারধরের চেষ্টা করেছেন।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাকসুদুর রহমান বলেন, ‘শুনেছি বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে শুভ শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করতে চেয়েছে। ঘটনাটি নিন্দনীয়।’

সাঈদ সারোয়ার শুভ অভিযোগের প্রশ্নে উত্তর না দিয়ে বলেন, শিক্ষক সৈয়দ আহমেদ আওয়ামী লীগের দোসর। তাকে বিদ্যালয়ে রাখা যাবে না। 

শ্রমিক দলের সাবেক নেতা আব্দুল আজিজ বলেন, প্রধান শিক্ষক আওয়ামী লীগের দোসর। তিনি বিগত দিনে স্কুলের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছভাবে দেননি। সব লুটপাট করে খেয়েছেন। এখনো একই কাজ করে যাচ্ছেন। তবে শিক্ষকদের সঙ্গে ঘটে যাওয়া আজকের ঘটনার কোনো জবাব দেননি তিনি।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শুভ আমাদের কোনো দায়-দায়িত্বে নেই।’

আরো পড়ুন
‘মুসলিম উম্মাহ ইসরায়েলকে বিশ্বমানচিত্র থেকে গুঁড়িয়ে দেবে’

‘মুসলিম উম্মাহ ইসরায়েলকে বিশ্বমানচিত্র থেকে গুঁড়িয়ে দেবে’

 

জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাসেম বলেন, ‘আজিজ আমাদের সাবেক নেতা। তার অন্যায়ের দায়-দায়িত্ব আমাদের নয়। তার বিরুদ্ধে সদর (পশ্চিম) উপজেলা বিএনপি ব্যবস্থা নিতে পারবে।’ 

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। শিক্ষকরা কোনো অভিযোগও দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Post a Comment

Previous Post Next Post