Top News

প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে কথা বলতে বেরিয়ে ধানক্ষেতে মিললো স্ত্রীর মরদেহ

 


টাঙ্গাইলের সখীপুরে আমিনা বেগম (৪৫) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বত্তরা। ওই গৃহবধু আমেনা বেগম উপজেলার ঘোনারচালা গ্রামের সৌদি প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে পুলিশ বাড়ীর পাশে ধানক্ষেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় উদ্ধার করে। পরে মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (১৬ এপ্রিল) রাতে গৃহবধু আমেনা বেগম পরিবারের অন্যদের সাথে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে আমেনা বেগম তার স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘরে থেকে বেরিয়ে আসে। এরপর রাতে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে সকালে স্থানীয়রা তার মরদেহ বাড়ীর পাশে ধানক্ষেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেসখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, মরদেহের গলায় ক্ষত চিহ্ন রয়েছে। রাতের কোন এক সময় তাকে গলায় ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাকে হত্যার পর দূর্বৃত্তরা পরনে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।


এ ঘটনায় নিহতআমেনা বেগমের মেয়ে লিতু আক্তারবাদি হয়েএকটি হত্যা মামলা দায়ের করেছেন।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post