একসঙ্গে তিন সুখবর দিলেন বুবলী
ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমের একসঙ্গে দিলেন সুখবর। আলোকিত নারী কল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ সম্মানে পুরস্কৃত হওয়ার পাশাপাশি নতুন রূপে আত্মপ্রকাশ করছেন গুণী এ অভিনেত্রী।
গতকাল রোববার (২০ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বুবলী ৮টি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ধন্যবাদ আলোকিত নারী কল্যান ফাউন্ডেশন আমাকে এ সম্মান দেয়ার জন্য। পৃথিবীর সব নারীকে ভালোবাসা ও সম্মান।
গত ১৯ এপ্রিল রাজধানীর আগারগাওয়ে লায়ন্স টাওয়ারে আযোজিত এক অনুষ্ঠানে বুবলীর হাতে ‘আলোকিত নারী সম্মাননা স্মারক ২০২৫’ তুলে দেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামান।
পুরস্কার পাওয়ার পর এ অভিনেত্রী বলেন, কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রাপ্তি সবসময়ই অনেক ভালোলাগার। এটা আরও ভালো কাজের জন্য উৎসাহ যোগায়। তবে সফল সব নারীদের নিয়ে কোনো আয়োজনে যখন আলাদা করে সম্মাননা জানানো হয় তখন তা একটু বেশিই আনন্দ দেয়। কারণ, একজন নারী হিসেবে এটি ভীষণ গর্বের এবং সম্মানের।
এদিকে এবারের কোরবানি ঈদেই নতুন রূপে বুবলীকে দেখবে দর্শক। খুব শিগগিরই তার প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশনস’ থেকে নতুন কিছু কাজ প্রকাশ পেতে চলেছে। প্রযোজনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি সিনেমার মানুষ। তাই আমার প্রযোজনা সংস্থা থেকে সিনেমা তৈরি করতে চাই। সেটা আগামী বছর সম্ভব বলে আশা করছি।
বুবলী আরও বলেন, তবে এবার কোরবানি ঈদেই এ প্রযোজনা সংস্থা থেকে একটি চমৎকার নাটক আসবে। পাশাপাশি মিউজিক ভিডিও, প্রোগ্রাম নানা বিষয়ে কাজ করা হবে। প্রতিষ্ঠিত শিল্পী, কলাকুশলীদের পাশাপাশি যারা নতুন, যারা প্রতিভা থাকার পরও কাজের সুযোগ পাচ্ছেন না তাদের নিয়েও আমরা কাজ করব।
এ দুই সুখবর ছাড়াও বুবলীর আরও একটি সুখবর হলো সম্প্রতি একটি লাক্সারি শোপের বিজ্ঞাপনের মডেল হয়েছেন অভিনেত্রী। সনক মিত্রের পরিচালনায় নির্মিত এ বিজ্ঞাপনচিত্র খুব শিগগরিই টিভি পর্দায় প্রচারিত হবে।
Post a Comment