রুশ হামলায় বিধ্বস্ত ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম

 


রাশিয়ার মিসাইল আক্রমণে ইউক্রেনের কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের গুদাম ধ্বংস হয়েছে। 


রোববার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।


ইউক্রেনস্থ ভারতীয় দূতাবাসের অভিযোগ, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে। বিবৃতিতে দূতাবাস জানায়, আজ রাশিয়া ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও, মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর এই হামলা চালিয়েছে।

ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া আবারও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।


তবে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া স্থগিতাদেশের লঙ্ঘন।


এই ঘটনা সত্ত্বেও, ভারত রাশিয়া-ইউক্রেন সংঘাতে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং শান্তির আহ্বান জানিয়ে আসছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post