Top News

দ্রুত করতে এবার ককশিট দিয়ে স্বৈরাচারের প্রতিকৃতি তৈরি

দ্রুত করতে এবার ককশিট দিয়ে স্বৈরাচারের প্রতিকৃতি তৈরি

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে আবারও গড়ে তোলা হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। আগুনে ভস্মীভূত হওয়া এই প্রতিকৃতি এবার শিল্পীদের দৃঢ় সংকল্প আর প্রতিরোধের প্রতীক হয়ে ফিরে আসছে।

রোববার (১৩ এপ্রিল) সরেজমিনে চারুকলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রতিকৃতি তৈরির কাজে। ককশিট ও অন্যান্য হালকা উপকরণে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। পুরো প্রাঙ্গণজুড়ে যেন একটা লড়াকু মনোভাব—শুধু শিল্প নয়, প্রতিবাদের ভাষাও।

শোভাযাত্রার মূল মোটিফ হিসেবে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ রাখার কথা থাকলেও, শেষ মুহূর্তে দুষ্কৃতকারীরা আগুন দিয়ে সেটি পুড়িয়ে দেয়। তবে চারুকলার শিক্ষার্থী ও শিক্ষকরা দমে না গিয়ে নতুন উদ্যমে আবার কাজ শুরু করেছেন।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই ঘটনাকে শুধু একটি প্রতিকৃতি পোড়ানো নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে দেখছেন। তিনি বলেছেন, এই প্রতিকৃতি শুধু একটি শিল্পকর্ম নয়, এটি একটি প্রতীক। এটি অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের অবস্থানকে তুলে ধরে। ষড়যন্ত্র হয়েছে, কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে আমরা এগিয়ে যাবো।

তিনি আরও বলেন, এই মুহূর্তে আমরা একটি জাতীয় দায়িত্ব পালন করছি। সবার সহযোগিতা প্রয়োজন।

এ নিয়ে ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, এক মাস ধরে বানানো প্রতিকৃতি এক দিনে গড়া কঠিন কাজ। তবে শিল্পীদের প্রতিভা ও সংকল্পের ওপর আমরা আস্থাশীল। এখন সবকিছুই তাদের হাতে। সময়ই বলে দেবে, তারা কী করতে পারে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post