ঢাকার রাস্তায় ‘ট্র্যাপার’ বসাচ্ছে পুলিশ
রাজধানীর সড়কগুলোতে রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে নির্দিষ্ট সড়কের প্রবেশপথে বসানো হচ্ছে বিশেষ যন্ত্র ‘রিকশা ট্র্যাপার’। এই ট্র্যাপার এমনভাবে তৈরি যে রিকশা এর ওপর দিয়ে যেতে চাইলে চাকা লোহার খাঁজে আটকে যাবে, ফলে রিকশার আগানো সম্ভব হবে না।
পরীক্ষামূলকভাবে প্রথম এই ট্র্যাপার বসানো হয়েছে রাজধানীর রমনা থানার সামনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি এলাকায় ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে এটি সফল হলে পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেও এ ব্যবস্থা চালু করা হবে।

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা : বাণিজ্য উপদেষ্টা
এ বিষয়ে ডিএমপির (ট্রাফিক) রমনা বিভাগের উপকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকার সড়কে রিকশা চলাচল সীমিত করার অংশ হিসেবে রিকশা ট্র্যাপার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে স্থাপন করা হচ্ছে। এর কার্যকারিতা পর্যবেক্ষণ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে রমনা থানার সামনে সড়কের দুই পাশে পুলিশ সদস্যরা রিকশা ট্র্যাপার বসানোর কাজ করছেন। এর ফলে পুরাতন এলিফ্যান্ট রোড থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে আর কোনো রিকশা প্রবেশ করতে পারবে না। একইভাবে, পরিবাগ থেকে ইস্কাটন গার্ডেন হয়ে ওই সড়ক দিয়ে রিকশার চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
Post a Comment