শরীয়তপুরে আবারও হাতবোমা ফাটিয়ে সংঘর্ষ

 


শরীয়তপুরের জাজিরায় জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় ও দেশীয় অস্ত্র নিয়ে দৌড়াতে দেখা যায়। আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৪ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়।ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র টেটা, রামদা, ছেনদা, বল্লম, ডাল-সুর্কি ও বালতি হাতে নিয়ে একটি গ্রামীণ সড়কে হেটে ও দৌড়ে যাচ্ছেন। আর এক ব্যক্তি মোবাইল ফোনে বলছেন তালুকদার ও মাদবররা মারামারি করবে। কিছুক্ষণ পর দেখা যায় এক ব্যক্তি মাথায় হেলমেট পরিহিত লাল বালতি হাতে নিয়ে হাতবোমা ছুড়ে মারছেন। হাতবোমাগুলো বিস্ফোরিত হয়ে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ছে।জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 


(ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ জানান, জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের ছাব্বিশপাড়া এলাকার মাহবুবুল ইসলাম রনি সঙ্গে স্থানীয় আজিজ চৌকিদার ও তাদের সমর্থকদের জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে ১২ এপ্রিল রনির ভাই সজল জয়নগর বাজারে যাওয়ার পথে আজিজ চৌকিদারের সমর্থকরা তাকে মারধর করে। এ নিয়ে রোববার সকাল সাড়ে ৯টার দিকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে তারা দেশীয় অস্ত্র হাতে নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় হাতবোমা বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষে দুজন আহত হন। 


আহতদের মধ্যে হাতবোমার আঘাতে এক তরুণের হাতের কব্জিতে ক্ষত সৃষ্টি হয়। পরে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ছাব্বিশপাড়া এলাকার মাহবুবুল ইসলাম রনি ও আজিজ চৌকিদারের বক্তব্য পাওয়া যায়নি।নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশিক মাহমুদ বলেন, ‘জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। ঘটনাস্থলে পুলিশসহ যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি। কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এর আগে, গত ৫ এপ্রিল জাজিরা উপজেলার বিলাসপুরে শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনাটি সারাদেশে আলোচিত হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষ হলো।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post