Top News

গান বাজিয়ে রিকশায় করে ছাত্রলীগ কর্মীকে মারধর ছাত্রদল কর্মীদের

  


নাটোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে মারধর করতে করতে রিকশায় করে শহর ঘোরানোর অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে। এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ রোববার দুপুরে শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে। মারধরের শিকার ওই ছাত্রলীগ কর্মীর নাম ফয়সাল হোসেন কদর। তিনি শহরের কানাইখালী মহল্লার বাসিন্দা।ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, 


ফয়সাল হোসেন কদরকে রিকশায় শুইয়ে কয়েকজন নির্যাতন করছে। এ সময় রিকশায় জোরে গান বাজানো হচ্ছিল।ভুক্তভোগী ফয়সাল হোসেন কদর বলেন, ‘আমি কানাইখালী এলাকায় ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়িতে ফিরছিলাম। এ সময় পেছন থেকে এলোপাতাড়ি মারপিট শুরু করে নাটোর পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম ও সাধারণ সম্পাদক রিমন। তারা নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়েরের সঙ্গে রাজনীতি করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই রিকশায় তুলে নিয়ে শুইয়ে দিয়ে বারবার মারছিল। এ সময় পকেটে থাকা মানিব্যাগের সব টাকাও নিয়ে নেয় তারা। এভাবে পুরো শহর ঘুড়ায়। আমার অপরাধ কী জানতে চাইলে তারা বলছিল তুই ছাত্রলীগ করিস এটাই তোর অপরাধ। পরে লিখিত মুচলেকা নিয়ে আমার বাবা-মার কাছে তুলে দেয়।’


এ বিষয়ে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এসএম জুবায়ের বলেন, ‘ছাত্রদলের কিছু কর্মী ও শিক্ষার্থীরা কদরকে মারধর করছিল। আমি জানতে পেরে তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দিয়েছি। এমন ঘটনা যারা করেছে তারা ভালো কিছু করেনি। বিষয়টি নিয়ে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবেনাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, বিষয়টি তিনি শুনে ফয়সাল হোসেন কদরের বাড়িতে পুলিশ পাঠান। এ ছাড়া সেনাবাহিনীর সদস্যরাও তার বাড়িতে গিয়ে কথা বলেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post