৭ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, ইঞ্জিনিয়ারের ওপর হামলা


 

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার খাঁজা অফিস থেকে বেড়িবাঁধ ভায়া জিএন মডেল গভর্মেন্ট প্রাইমারি স্কুল পর্যন্ত মোট ৩ দশমিক ৬ কিলোমিটার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠান কামরুল ব্রাদার্সের বিরুদ্ধে। নিম্নমানের নির্মাণ সামগ্রী সড়কে ব্যবহার করা নিয়ে প্রতিবাদ করায় পৌরসভার ইঞ্জিনিয়ার নাসরিন আক্তার সীমার ওপর হামলার ঘটনা ঘটেছে বলেও জানা যায়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়ালন্দ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ফেরদৌস আলম।


জানা যায়, গত ১০ মার্চ ২০২৪ অর্থ বছরে ৭ কোটিরও অধিক টাকা ব্যয়ে সড়ক তৈরি করার দরপত্র পায় ঠিকাদার প্রতিষ্ঠান কামরুল ব্রাদার্স লিমিটেড। যার কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ১০ মার্চের মধ্যে। কিন্তু কাজের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি রাস্তার নির্মাণকাজ। বর্তমানে কাজের মেয়াদ বর্ধিত করে চলতি বছরের ২২ মে পর্যন্ত করা হয়েছে। 

অনিয়মের বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান কামরুল ব্রাদার্স কর্তৃপক্ষ জানায়, তারা নিয়ম মেনে কাজ করছে। তাদের কাজে কোনো অনিয়ম নেই। আর ইঞ্জিনিয়ার নাসিরন আক্তার সীমার ওপর হামলার ঘটনাটি রাজমিস্ত্রি ইকবালের ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে প্রতিষ্ঠানের কোনো যোগসূত্র নেই।


তবে নিম্নমানের পাথর ও আদলা ইট দেওয়ার কথা স্বীকার করেছেন গোয়ালন্দ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ফেরদৌস আলম খান। তিনি বলেন, প্রথম দিকে কিছু নিম্নমানের আদলা ইট ও পথর এসেছিল। এজন্য ঠিকাদারকে চিঠি দিয়ে তা পরিবর্তন করা হয়েছে। 


সড়কের কাজে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তিনি বলেন, কাজ চলছে। সঠিক কাজ সময়মত বুঝিয়ে দেওয়া হবে। 


ইঞ্জিনিয়ার নাসিরন আক্তার সীমার ওপর হামলা হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরিকল্পিতভাবে তার ওপর হামলা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।


এ বিষয়ে পৌর প্রশাসাক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান বলেন, অনিয়ম হলে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post