নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী রব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সুলেখা (৪০) পার্শ্ববর্তী নয়পাড়া গ্রামের আব্দুলের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির লোকজন সকালে ঘরে সুলেখার গলা কাটা মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। এ সময় স্বামী রব মিয়াকে রক্তমাখা ধারালো ছুরি এবং পবিত্র কোরআন শরীফ সামনে নিয়ে মরদেহের পাশে বসে ছিলেন। রব মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে জানায় এলাকাবাসী।
আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রব মিয়াকে ঘরেই পাওয়া গেছে। তাকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
00:01
Post a Comment