মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁও তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন কোহিনূর কেমিক্যালসের একদল শ্রমিক।
মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে তিব্বতের প্রধান সড়কে অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। অবরোধের কারণে মহাখালী থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ যায়। এতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।
আন্দোলনকারীদের অভিযোগ, কোহিনূর কেমিক্যাল কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় আন্দোলনে নামে শ্রমিকরা।
যতক্ষণ পর্যন্ত অভিযোগকারীকে শাস্তি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলেও জানান বিক্ষুব্ধ শ্রমিকরা।
এদিকে অবরোধের মধ্যে বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রতিষ্ঠানটির মূল ফটক ভেঙে প্রবেশের চেষ্টা করে। এ সময় কয়েকজনকে ইট-পাটকেল ছুড়তেও দেখা যায়। এতে ভবনের কয়েকটি গ্লাস ভেঙে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে উপস্থিত আছে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা।
Post a Comment