যে প্রতারণায় বিজিবি সদস্য ও ছাত্রদল নেতা গ্রেপ্তার

 


নওগাঁ পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে প্রার্থীর অভিভাবকের কাছ থেকে স্বাক্ষরিত ফাঁকা চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্প নেওয়ার অভিযোগে বিজিবি সদস্য ও অপর এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার রাতে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন হুদ্রাকুড়ি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার একজন হলেন চাকরিরত বিজিবি সদস্য মোহাম্মদ ফরিদ হোসেন (৩২)। তিনি বদলগাছী উপজেলার কোলা হুদ্রাকুড়ি গ্রামের সেকান্দার মন্ডলের ছেলে। অপরজন হলেন একই গ্রামের সিরাজুল সরকারের ছেলে মো. খায়রুল সরকার (৩০)। খায়রুল সরকার নিজেকে বদলগাছী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন।শনিবার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ‘মোহাম্মদ ফরিদ হোসেন দীর্ঘদিন ধরে পুলিশ ছাড়াও অন্যান্য সংস্থায় চাকরি প্রার্থীর কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আর ছাত্রদল নেতা খায়রুল ছিলেন তার অন্যতম সহযোগী।’


পুলিশ সুপার আরও বলেন, ‘নওগাঁয় উভয়ে পরস্পর যোগসাজশে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসে এক প্রার্থীর অভিভাবকের সাথে ৮ লাখ টাকায় চুক্তি করেন। তাদের নিকট থেকে ৩টি ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক ও স্বাক্ষরিত ৩টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এছাড়াও অভিযুক্ত ব্যক্তিদের নিকট হইতে প্রতারণার কাজে ব্যবহৃত মর্মে সন্দেহে আরও স্বাক্ষরিত ৬টি ফাঁকা ব্যাংক চেক ও স্বাক্ষরিত ৯টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়মোহাম্মদ শাফিউল সারওয়ার বলেন, ‘চলমান পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতার সাথে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই।’।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post