নবাবগঞ্জে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, ১১ ভরি স্বর্ণ লুট

 


ঢাকার নবাবগঞ্জে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। 

সোমবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর এলাকায় এ ঘটনা ঘটে।


ভুক্তাভোগী চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, সোমবার ভোর চারটার দিকে ৭ থেকে ৮ জনের ডাকাতদল বাসার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে বাসার সবাইকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এসময় বিভিন্ন ঘরের আলমারি ভেঙে ৫০ হাজার টাকা, ৬৫০ পাউন্ড ও প্রায় ১১ ভরি স্বর্ণ লুট করে। 


ডাকাতদের মুখ ডাকা থাকায় কাউকে চিনতে পারেননি বলে জানান চিকিৎসক। 


খবর পেয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post