হাওরের ফসলরক্ষা বাঁধের কাজের টাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (ইটনা উপজেলার সংগঠক) আফজাল হুসাইন শান্তর কাছে জিলাপি খেতে চাওয়ায় পুলিশ লাইনে সংযুক্ত হলেন কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা গেছে।
অফিস আদেশে জানানো হয়, কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেনকে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে লাইনওআর হিসেবে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে মো. জাফর ইকবালকে ইটনা থানায় নতুন ওসি হিসাবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (১৪ এপ্রিল) টেন্ডার পাওয়া ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ওসি এমন শিরোনামে নিউজ প্রকাশিত হলে জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী জানান, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেনকে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে লাইনওআর হিসেবে সংযুক্ত করা হয়েছে। ওই থানায় নতুন ওসি দেওয়া হয়েছে
Post a Comment