হত্যার বিষয়ে এবার মুখ খুললেন বিশ্ববিদ্যালয়ের ভিসি


 

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় এবার মুখ খুললো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রায়হানা বেগম।


উপাচার্য জানান, পারভেজ হত্যায় যে দুই নারী শিক্ষার্থীর সম্পৃক্ততা আছে বলে জানা যাচ্ছে তারা বনানীর স্কলার্স ইউনিভার্সিটির শিক্ষার্থী। ব্যবস্থা নিতে ইতোমধ্যে ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর চিঠি দিয়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


তিনি আরও জানান, যে তিনজন শিক্ষার্থীর সম্পৃক্ততা মিলেছে তাদের ইতোমধ্যে সাময়িক বহিস্কার করা হয়েছে। পারভেজের পরিবারের পাশে বিশ্ববিদ্যালয় থাকবে বলেও জানান তিনি।


এদিকে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ।


গ্রেপ্তাররা হলেন আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। জানা গেছে, তারা কেউ মামলার এজাহারনামীয় আসামি নন। তবে পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় সেখানে তাদের উপস্থিতি দেখা গেছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post