Top News

দিল্লির খুনে গ্যাংস্টার 'লেডি ডন' গেপ্তার, জানা গেল পরিচয়

 


উত্তর-পূর্ব দিল্লির নিউ সীলমপুরে ১৭ বছর বয়সি তরুণ কুণাল খুনে স্থানীয় 'লেডি ডন' জিকরাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে পুলিশ। জিকরা ওই এলাকারই বাসিন্দা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে ওই তরুণকে ছুরি মেরে খুন করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল।


কুণালের পরিবারের অভিযোগ, জিকরা এই খুনের ঘটনায় জড়িত। কারণ ঘটনার সময় সে ওখানে ছিল। কুণালের মা পরভীন সংবাদ সংস্থাকে বলেছেন, জিকরা হাতে পিস্তল নিয়ে গোটা এলাকা আতঙ্ক ছড়িয়ে বেড়াত। তার ভয়ে মানুষ ঘর ছেড়ে বের হতে পারে না। জিকরার এক দূর সম্পর্কের ভাইয়ের সঙ্গে ঝামেলা হয়েছিল। কিন্তু কুণাল সেই ঝামেলায় ছিল না বলে মায়ের দাবি। তা সত্ত্বেও কুণালকে কুপিয়ে খুন করেছে সে।


কে এই লেডি ডন জিকরা?


জেলবন্দি গ্যাংস্টার হাশিম বাবার স্ত্রী জোয়া-র নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করত জিকরা। খুনের সময় সে ঘটনাস্থলে ছিল বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। একটি মাদক পাচার মামলায় জোয়াকে গ্রেপ্তারের আগে পর্যন্ত তার সঙ্গেই থাকত জিকরা। হাশিম বাবার পর তার স্ত্রী জোয়াও গ্রেপ্তার হওয়ার পর জিকরা নিজের একটি গ্যাং চালু করে।


জিকরাকে আগেও পুলিশ একবার গ্রেপ্তার করেছিল। হাতে পিস্তল উঁচিয়ে পোজ দিয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় সে গ্রেপ্তার হয়। সেবার বেআইনি অস্ত্র আইন মামলায় কারাবাস হয়েছিল জিকরার। এখন সে জামিনে মুক্ত রয়েছে। কুণালের বাড়ির পাশেই একটি বাড়িতে ভাড়ায় থাকতো লেডি ডন।


জিকরার এক আত্মীয়কে ছুরি মারার ঘটনায় লেডি ডনের সন্দেহের তালিকায় ছিল কুণাল। কিন্তু সাহিল নামে সেই যুবক আঘাত পেলেও মারা যায়নি। তাই জিকরা তার ১০ থেকে ১২ জনের গ্যাং নিয়ে প্রতিশোধের মনোভাবে ফুসছিল বলে জানা যায়।


সিসিটিভি দেখে পুলিশ জানতে পেরেছে, কুণালকে ছুরি মারার ঘটনায় সাহিল ও জিকরা সেখানে ছিল। এই খুনের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পরেই অনেক বাসিন্দা ঘর খালি করে অন্যত্র সরে পড়েছেন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post