প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে (২০) গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে আলোচিত হত্যা মামলাটিতে মোট ছয় আসামি গ্রেপ্তার হলেন।
বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেহেরাজ ইসলাম ঢাকার বনানী থানার মহাখালী হাজারীবাড়ী এলাকার নুরুল ইসলাম সরদারের ছেলে।
ঘটনায় জাহিদুলের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন।
এ নিয়ে পারভেজ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ৫ আসামিকে গ্রেপ্তার করা হলো। তাদের মধ্যে ৪ জনের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
Post a Comment