রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনের সাত রাস্তার মোড়ে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে মো. আরমান (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে।নিহত আরমান ১৮/এ, মধ্য বেগুনবাড়ি তেজগাঁও শিল্প এলাকার মো. একরাম হোসেনের ছেলে। সে অনলাইনে পণ্য বিক্রয়কারী ‘দারাজ’ এর কর্মী ছিল বলে জানিয়েছেন স্বজনরা।আজ সোমবার রাত সোয়া আটটা নাগাদ গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরমান।
নিহতের পিতা একরাম হোসেন জানান, আমার ছেলে দারাজ নামে একটি প্রতিষ্ঠানে কাজ করত। আজ সোয়া ৭ টার দিকে তেজগাঁওয়ের সাত রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত ৩/৪ জন দুর্বৃত্ত তাঁর পরিচয় জানতে চেয়ে আমার ছেলের পায়ের রানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে দ্রুত আরমানকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমার ছেঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।লে
Post a Comment