প্রাক্তন প্রেমিকাকে শিক্ষা দিতে পোষা মুরগি চুরি করলেন প্রেমিক!

 

প্রাক্তন প্রেমিকার বাড়ি থেকে পোষা মুরগি চুরি করে পালালেন প্রেমিক! অবশ্য কিছুক্ষণের মধ্যেই ধরা পড়েন পুলিশের হাতে। এমন একটি ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি আমেরিকার ওয়াশিংটনের কিটসাপ কাউন্টি এলাকার। কিটসাপ কাউন্টি পুলিশ সোশ্যাল মিডিয়া এক্সে এই ঘটনার ভিডিও শেয়ার করে।স্থানীয় সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ড জানিয়েছে, ওই ব্যক্তি সেদিনই জেল থেকে ছাড়া পেয়েছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার আড়াই ঘণ্টার মধ্যে তিনি হাজির হন প্রাক্তন প্রেমিকার বাড়িতে। প্রেমিকা দেখা না করায় তাঁর পোষা মুরগি চুরি করে পালান তিনি।পরবর্তীতে মুরগিটি উদ্ধার করে ওই নারীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশIndependent Television


প্রাক্তন প্রেমিকার বাড়ি থেকে পোষা মুরগি চুরি করে পালালেন প্রেমিক! অবশ্য কিছুক্ষণের মধ্যেই ধরা পড়েন পুলিশের হাতে। এমন একটি ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি আমেরিকার ওয়াশিংটনের কিটসাপ কাউন্টি এলাকার। কিটসাপ কাউন্টি পুলিশ সোশ্যাল মিডিয়া এক্সে এই ঘটনার ভিডিও শেয়ার করে।  



স্থানীয় সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ড জানিয়েছে, ওই ব্যক্তি সেদিনই জেল থেকে ছাড়া পেয়েছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার আড়াই ঘণ্টার মধ্যে তিনি হাজির হন প্রাক্তন প্রেমিকার বাড়িতে। প্রেমিকা দেখা না করায় তাঁর পোষা মুরগি চুরি করে পালান তিনি।



ওই ব্যক্তির প্রাক্তন প্রেমিকার দাবি, অনেক আগেই তাঁদের সম্পর্ক ভেঙে গেছে। কিন্তু এদিন প্রাক্তন প্রেমিক হঠাৎই বাড়িতে হাজির হন। দরজা খুলতে অস্বীকার করলে, বাইরে দাঁড়িয়ে হুমকি দিতে থাকেন। বাড়িতে পলি নামে একটি পোষা মুরগি ছিল। দরজা না খোলায় পোষা মুরগি পলিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান প্রাক্তন প্রেমিক। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় ফোন করেন ওই নারী। এরপর যুবকের খোঁজে তল্লাশি শুরু করেন পুলিশ। পরে একটি জঙ্গলে তাঁকে মুরগিসহ পেয়ে গ্রেপ্তার করা হয়। 



পুলিশের সঙ্গে থাকা ক্যামেরায় পুরো ঘটনা রেকর্ড হয়। ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে জঙ্গলের ভেতর লুকিয়ে আছেন এক ব্যক্তি। পুলিশ তাকে ঘিরে ধরলে তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘মুরগির কোনো ক্ষতি করবেন না। তাকে আঘাত দেবেন না দয়া করে।’ মূলত প্রাক্তন প্রেমিকাকে শিক্ষা দিতেই পোষা মুরগিটি চুরি করেন তিনি।

Post a Comment

Previous Post Next Post