পরীক্ষায় ‘প্রক্সি’ দিতে গিয়ে যেভাবে গ্রেপ্তার যুবক

 


নাটোরের লালপুরে দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে এসে হিমেল (২৩) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার বালিতিতা ইসলামপুর আশরাফুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত হিমেল উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।


বালিতিতা ইসলামপুর আশরাফুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার কেন্দ্র সচিব মোস্তাফিজুর রহমান বলেন, বালিতিতা ইসলামপুর আশরাফুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় পানসিপাড়া দাখিল মাদরাসার পরীক্ষার্থী রাকিবুল ইসলামের পরিবর্তে হিমেল নামের এক যুবক পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় প্রক্সি দেওয়ার বিষয়টি বুঝতে পেরে কক্ষ পরিদর্শক শাজাহান আলী তাৎক্ষণিকভাবে কেন্দ্রসচিবকে জানালে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। 


বিষয়টি নিশ্চিত করে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, হিমেলসহ দুজনের নাম উল্লেখ করে লালপুর থানায় পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া নকল করার অপরাধে লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আরও দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post