চতুর্থ বিয়ে যেভাবে কেড়ে নিল বড় ভাইয়ের প্রাণ

 


নোয়াখালীর দ্বীপের হাতিয়ায় ছোট ভাইয়ের চতুর্থ বারের মতো বিয়ের প্রতিবাদ করায় বড় ভাইকে খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য চরচেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ছোট ভাইকে গ্রেপ্তার করে। 


নিহত রাকিব সোনাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য চরচেঙ্গা গ্রামের মৃত এনায়েত হোসেনের ছেলে। 


পুলিশ সূত্রে জানা যায়, এনায়েত হোসেনের ছেলে রাকিব ও সাকিব দুই ভাই। এলাকাতে সাকিব তিনটি বিয়ে করেছে এবং তিন বউ চলে গিয়েছে। ফলে ঘটনার দিন সাকিব পাশের এলাকায় আরেকটি বিয়ে করে ঘরে আসলে বড় ভাইয়ের সাথে বাদানুবাদ হয়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে চিৎকার হই-হুল্লোড়ে আশপাশের লোকজন এসে তাদেরকে শান্ত করার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে পুনরায় দুই ভাই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। উপস্থিত লোকজন কিছু বুঝে উঠার আগেই ছোট ভাই ঘর থেকে দৌড়ে এসে একটি ছুরি বড় ভাইয়ের বুকে বসিয়ে দিয়ে পালিয়ে যান। সাথে সাথে বড় ভাই মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন থানায় পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।


হাতিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলম বলেন, রাত ১টায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এলাকায় অভিযান চালিয়ে বাড়ির পাশের একটি পুকুর পাড় থেকে আসামি সাকিবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে আসামিকে নিয়ে সরেজমিনে যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে সেটি উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post