সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে শিশু নিহতের পর বাসে আগুন জনতার

 


গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় তাকওয়া পরিবহনের মিনিবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুজন।সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনার পর তাকওয়া পরিবহনের ওই মিনিবাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রায় ৩০ মিনিট যান চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টেকনগপাড়া এলাকায় চৌরাস্তাগামী তাকওয়া পরিবহনের মিনিবাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত ও দুজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।


বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন বলেন, ‘তাকওয়া পরিবহনের বাসচাপায় এক শিশু নিহত ও দুজন আহত হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন দিয়েছে। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post