ড. ইউনূসকে নিয়ে ইসলামি বক্তার দোয়া, শেয়ার করে যা বললেন প্রেসসচিব

ড. ইউনূসকে নিয়ে ইসলামি বক্তার দোয়া, শেয়ার করে যা বললেন প্রেসসচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জীবদ্দশায় নির্বাচন না চেয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন একজন ইসলামী বক্তা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই ইসলামী বক্তার নাম, রফিকুল্লাহ আফসারী। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, তিনি দুই হাত তুলে উপস্থিত মুসল্লিদের নিয়ে দোয়া করছেন। ওই বক্তা বলছে, 'আল্লাহ, ড. ইউনূস সাহেবের জীবদ্দশায় বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদের দিয়েছো, এই নিয়ামত তুমি ছিনায়ে নিও না। আল্লাহ তাকে নেক হায়াত দেও।'

ভিডিওটি শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম। তবে তিনি নির্বাচন নিয়ে ওই বক্তার সঙ্গে একমত নয়।

ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে তিনি লিখেছেন, "না, অন্তর্বর্তী সরকার এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করবে।"

Post a Comment

Previous Post Next Post