নরসিংদীর শিবপুরে এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় নারায়ণ চন্দ্র পাল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার রাতে কুমিল্লা জেলার বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারায়ণ চন্দ্র পাল শিবপুর উপজেলার কুন্দারপাড়া গ্রামের মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে।
মাদরাসা শিক্ষার্থী ধষর্ণের ঘটনায় বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত নারায়ণ চন্দ্র পালের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গত ৮ এপ্রিল মঙ্গলবার শিবপুরের বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামে ১২ বছরের এক কিশোরীকে ধান খেতের পাশে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত নারায়ণ চন্দ্র পাল। পরে এ ঘটনায় শিবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন নির্যাতিত ওই শিক্ষার্থীর বাবা।
00:01
Post a Comment