ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা, আটক ১

 


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চরশৌলমারিতে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া জান্নাতি (১১) নামে এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চরশৌলমারি এলাকায় এ ঘটনা ঘটে। জান্নাতি ওই এলাকার ফজলুল হক ফজু মিয়ার মেয়ে।


পরিবারের লোকজন জানায়, বুধবার সন্ধ্যায় রান্না বসিয়ে ওই স্কুলছাত্রীকে তা দেখতে বলে কিছুটা দূরে থাকা বাবার বাড়িতে যান তার মা। এ সময় বাড়িতে অন্য কেউ ছিল না। কিছুক্ষণ পর ফিরে এসে বাড়িতে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মেয়েটির মা। পরে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে মেয়ের লাশ দেখতে পান।


প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েটির দুই হাত পিঠমোড়া করে বাধা ছিল। তার একটি হাত ও একটি পা মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে। মুখে গুঁজে দেওয়া হয়েছে বালু। কানেও আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার আগে সে ধর্ষণের শিকার হয়েছিল কিনা তা তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেনি। ময়নাতদন্তের জন্য গভীর রাতে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।


এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বলেন, হত্যার কারণ উদঘাটন ও দোষীদের চিহ্নিত করতে রাত থেকেই পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে নিহতের বাবা ফজলুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় বেলাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।



Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post