স্বামী অনলাইন জুয়ায় আসক্ত: মা-ছেলের বিষপানে মৃত্যু

 


৫ বছরের ছেলেকে বিষ খাইয়ে মা নিজেও বিষপান করেন। প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে এক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলে দুজনেই মৃত্যুবরণ করেছেন। মায়ের নাম বিউটি আক্তার (২৮) ও ছেলে মুসা (৫)। পঞ্চগড় জেলা শহরের নিমনগড় এলাকার মতিউর রহমানের স্ত্রী ও ছেলে তারা। স্বামীর অনলাইন জুয়ার আসক্তি এবং সংসারে অভাব অনটনের কারণে এই মৃত্যু বলে দাবি করেছেন ওই নারীর পরিবার। তবে স্বামী এই অভিযোগ অস্বীকার করেছেন।


নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মতিউর রহমান ও বিউটি আক্তার দম্পতির এক ছেলে ও এক মেয়ে। মেয়ে মাইশার বয়স ১১ বছর। আর ছেলে মুসার বয়স ৫ বছর। মতিউর মসজিদে খাদেমের কাজ করতেন। পরে পঞ্চগড় বাসস্টান্ডে চা বিক্রি করতেন। ব্যবসায় বড় লোকসান হওয়ায় হতাশ হয়ে পড়েন তিনি। আসক্ত হয়ে পড়েন জুয়ায়। সংসারে নেমে আসে অভাব অনটন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতো। বিউটি স্বামীর এমন কর্মকাণ্ডে মানসিকভাবে ভেঙে পড়েন। গত ১১ এপ্রিল মতিউর তার স্ত্রীকে না জানিয়ে তার শ্বশুর বাড়ি যায়। সেখান থেকে মোবাইলে বিউটির সাথে বাকবিতণ্ডা হয় তার। এর কিছুক্ষণ পর তারা জানতে পারের বিউটি তার ছেলে মুসাকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেছেন। তবে মেয়ে মাইশা পালিয়ে যাওয়ায় তাকে খাওয়াতে পারেনি। পরে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তাদের অবস্থার উন্নতি না হলে তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু টাকার অভাবে তারা ঢাকায় না নিয়ে ১৫ এপ্রিল দিবাগত রাত ২টায় আবার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।


বৃহস্পতিবার দুপুরে ছেলে মুসা ও তার এক ঘণ্ট পরে মা বিউটি মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী বিষপানে মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি। পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post