চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, চালক-হেলপার আটক

 


চট্টগ্রামে চলন্ত বাসে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাসটির চালক ও তাঁর সহকারীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক দুইজন হলেন-বাসটির চালক সাতকানিয়া থানার উত্তর পুরানগড় গ্রামের শামশুল ইসলামের ছেলে মো. লোকমান ওরফে তারেক (২৬) ও হেলপার লোহাগাড়া থানার মাদবরপাড়া গ্রামের হাফেজ আহাম্মদের ছেলে মো. হানিফ (৩৬)।পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হানিফ পরিবহনের একটি বাসে ১৪ বছর বয়সী ওই কিশোরী কক্সবাজার থেকে চট্টগ্রামে আত্মীয়ের বাড়িতে আসছিলেন। অন্য যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দিলেও ওই কিশোরীকে আটকে রাখেন চালক, হেলপার ও সুপারভাইজার। গাড়িটি নিয়ে নগরের বিভিন্ন রাস্তায় ঘুরিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন তারা।


পরে কিশোরীকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় নামিয়ে দেওয়া হয়। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে কান্নারত অবস্থায় দেখে ঘটনা জানতে চান। ঘটনা শুনে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেচান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘কিশোরীকে হাসপাতালের ভর্তির পর অভিযানে নামে পুলিশ। সন্ধ্যায় গাড়িটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তারা প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে।’।ওসি বলেন, ওই কিশোরীকে নির্দিষ্টস্থান চান্দগাঁও থানার মোড়ে নামিয়ে না দিয়ে সামনে নামিয়ে দেওয়ার কথা বলে তারা বাসটি টার্মিনালের দিকে যায়। এরপর বাসটি বিভিন্ন সড়কে ঘোরে। এ সময় ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় পালিয়ে যাওয়া বাসের সুপারভাইজার মোবারক হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে। কিশোরীটির মাকে খবর দেওয়া হয়েছে। তিনি থানায় এলেই মামলা করা হবে।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post