যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন লুইস সুয়ারেজ। একই দলে খেলছেন তার সাবেক বার্সা সতীর্থ জর্ডি আলবা। গত ১০ এপ্রিল কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে লস এঞ্জেলেসের বিপক্ষে খেলতে নামে মায়ামি। এই ম্যাচে এক ঘটনার কারণে সুয়ারেজকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ম্যাচের ৮৯ মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা গেছে সতীর্থ জর্ডি আলবার আঙুলে কামড় দিয়েছেন সুয়ারেজ। ম্যাচ চলার সময় এক পর্যায়ে জটলার মধ্যে আলবার কাঁধে হাত দিয়ে জোরে চাপ দেন সুয়ারেজ। এতে ব্যথা পেয়ে আলাবা তার হাত উঁচু করলে আঙুলে কামড়ে দেন উরুগুয়ের এই স্ট্রাইকার। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের খেলোয়াড়ের আঙুল ভেবে কামড় দিয়েছেন সুয়ারেজ। ওই সময় আলবাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন অলিভার জিরু। সুয়ারেজের ফুটবল ক্যারিয়ারে এই ঘটনা মাঠে চতুর্থবার।
উল্লেখ্য, ২০১০ সালে আয়াক্সে খেলাকালীন সময়ে উসমান বাক্কালকে কামড়ে দেন লুইস সুয়ারেজ।সেই কামড়ে ঘটনার জন্য সাত ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি। এরপর লিভারপুলে খেলার সময় চেলসির ব্রানিসলাভ ইভানোভিককে কামড়ে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন উরুগুয়ের এই স্ট্রাইকার। এটাই শেষ নয়, কিয়েল্লিনিকে কামড়ের ঘটনায় ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। এবার সতীর্থকে কামড় দেওয়ার জন্য তিনি নিষেধাজ্ঞার হাত থেকে বেঁচে যেতে পারেন কি না সেদিকেই নজর থাকবে সুয়ারেজ ও মায়ামির সমর্থকদের ওপর।
Post a Comment