বিয়ে আসরে কনের পরিবর্তে মা, অতঃপর...

বিয়ে আসরে কনের পরিবর্তে মা, অতঃপর...


এক অদ্ভুত ঘটনা ঘটেছিলো ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে। কিছুদিন আগে মেয়েজামাইয়ের সঙ্গে পালিয়ে যান মা। কিন্তু এর চেয়েও চমকে দেওয়ার ঘটনা এই যে মেয়ের সঙ্গে বিয়ের কথা থাকলেও বিয়ে হলো মায়ের সঙ্গে।

উত্তর প্রদেশের মীরাটের ব্রহ্মপুরী এলাকার বাসিন্দা ২২ বছর বয়সী মোহাম্মদ আজিম। তার বিয়ে ঠিক হয়েছিলো শামলি এলাকার বাসিন্দা ২১ বছর বয়সী মানতাশার সঙ্গে। গত ৩১ মার্চ বিয়ের দিন ঠিক ছিল। সবই ঠিকঠাক এগোতে থাকলেও অঘটন ঘটলো যখন কাজি বিয়ের অনুষ্ঠানে কনের নাম বললেন। 

বিয়ে পড়ানোর সময় কনের নাম তাহিরা বলে উল্লেখ করেন কাজি। কিন্তু আজিম জানতেন, কনের নাম মানতাশা। তখন ওই সময় কিছু বলার সুযোগ পাননি। পরে বিয়ে পড়ানো শেষে কনের ঘোমটা তুলতেই আজিম দেখতে পান, মানতাশার সঙ্গে নয়, তার বিয়ে হয়েছে মানতাশার ৪৫ বছর বয়সী বিধবা মা তাহিরার সঙ্গে।

এ বিয়ে ঠিক করেছিলেন আজিমের ভাই নাদিম ও ভাবি সাইদা। পুলিশের কাছে আজিম অভিযোগ করেন, তিনি এই প্রতারণার প্রতিবাদ করলে তার ভাই ও ভাবি তাকে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি দেন। পুলিশের কাছে সেই অভিযোগে আজিম আরও উল্লেখ করেন, এ বিয়ের সময় ৫ লাখ টাকার লেনদেনও হয়েছিলো।

Countdown Timer with Popup
00:30

Post a Comment

Previous Post Next Post