কাশ্মীরে বিদ্রোহীদের সঙ্গে তীব্র গোলাগুলি, এক ভারতীয় সেনা নিহত

 


কাশ্মীরের উধমপুর জেলায় তল্লাশি অভিযানের সময় উগ্রপন্থীদের সঙ্গে তীব্র গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর সামজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টেও এই তথ্য জানিয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।


পোস্টে বলা হয়েছে, ‘আমাদের একজন সাহসী সৈনিক সংঘর্ষে গুরুতর আহত হন এবং তাকে চিকিৎসা দেয়া হলেও পরে তিনি মারা যান।’


ওই পোস্ট অনুসারে, সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পেয়ে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালায় এবং দুইপক্ষের মধ্যে তীব্র গুলিবর্ষণের ঘটনা ঘটে বলেও জানানো হয়েছে।


ওই স্থানে সংঘর্ষের ঘটনায় এখনও চলছে বলে জানা গেছে।


উল্লেখ্য, মঙ্গলবার কাশ্মিরের পহেলগামে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post