রসহ্য জনক মৃত্যু শিশুসহ বস্তাবন্দি ৩ মরদেহ উদ্ধার


 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত ২ নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয়েছে। 


শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।


বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম।

তিনি  বলেন, মিজমিজি এলাকার একটি পুকুরে স্থানীয়রা প্রথমে বস্তার ভেতর একটি কাটা হাত বের হয়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ৩টি বস্তার ভেতর থেকে দুই নারী ও একটি শিশুর খণ্ড-বিখণ্ড মরদেহ পায়।


তিনি আরও বলেন, থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিমের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।


ঘটনাস্থলে এখনও পুলিশ কাজ করছে বলে জানান ওসি শাহীনুর।


Post a Comment

Previous Post Next Post