তারেক রহমানকে নিয়ে ইশরাকের তিন শব্দ

তারেক রহমানকে নিয়ে ইশরাকের তিন শব্দ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করেছেন ইশরাক হোসেন। গতকাল মঙ্গলবার নিজের ফেসবুকে এ তথ্য জানিয়েছেন ইশরাক।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও তারেক রহমান ও ইশরাক হোসেনের ছবি পোস্ট করা হয়েছে।

এদিকে নিজের ফেসবুকে তারকে রহমানের সঙ্গে ছবি দিয়ে তিন শব্দের ক্যাপশন দিয়েছেন ইশরাক। এতে তিনি বলেন, 'লিডার, মটিভেটর, মেনটর'।

তবে তাদের সাক্ষাতে কী আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post