কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া ও অশ্লীল নৃত্যের অভিযোগে ১৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও পাইপসহ নানারকমের দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।আজ বৃহস্পতিবার বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যেম এই তথ্য জানানো হয়েছে।জানা গেছে, ঈদের দিন থেকে উঠতি বয়সী তরুণেরা উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলসীখালী সেতুর আশপাশে নদীতে নৌকায় লাইট লাগিয়ে উচ্চস্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্য করছিল। এ সময় তাদের হাতে নানা
দেশীয় অস্ত্রও দেখা যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাসহ নদী পারে ঘুরতে আসা লোকজন। পরে তাদের অভিযোগে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা।বাংলাদেশ আর্মির ফেসবুক পোস্টে লেখা হয়েছে, বুধবার কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল ডেঞ্জার গ্যাংয়ের সদস্যরা। পরে সেনাবাহিনীর টহল দল অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে।পরে নৌকা থেকে ডেঞ্জার গ্যাংয়ের ১৪ সদস্যসহ ৮টি রামদা ও ৭টি কুড়াল উদ্ধার করা হয়। পরে আটকদের তথ্যে আরও দুজনকে আটক করা হয়। আটক সবাইকে কেরানীগঞ্জ থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়েছে, নৌকা থেকে পালিয়ে যাওয়া বাকি সদস্যদের আটক করতে সেনাসদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।
Post a Comment