বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামে প্রথমবারের মতো একটি গাভির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বাছুর জন্ম দেওয়ার ঘটনা ঘটেছে। এই বিরল ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। গাভি ও নবজাতক বাছুরকে একনজর দেখতে ভিড় করছে উৎসুক এলাকাবাসী।
মাহিলাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য স্বপন হালদার বিষয়টি নিশ্চিত করে জানান, গাভির অপারেশন করতে খরচ হয়েছে ১৬ হাজার টাকা, যা চিকিৎসকরা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল দুপুরে শংকর হালদারের গাভির প্রসব ব্যথা শুরু হলে তার স্ত্রী পারুল হালদার প্রথমে এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিনকে খবর দেন। তবে স্বাভাবিকভাবে প্রসব সম্ভব না হওয়ায়, পরে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের চিকিৎসকদের ডাকাচিকিৎসকদের পরামর্শে এবং মালিকের সম্মতিতে সিজারিয়ান পদ্ধতিতে সফলভাবে বাছুর প্রসব করানো হয়। গাভির মালিক জানিয়েছেন, পুরো প্রক্রিয়ায় খরচ হয় ১৬ হাজার টাকা। বর্তমানে গাভি ও বাছুর উভয়ই সুস্থ রয়েছে।
এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিন বলেন, “১৩ মাস বয়সে গাভিটিকে কৃত্রিম প্রজননের মাধ্যমে গর্ভধারণ করানো হয়েছিল। নিয়মিত পর্যবেক্ষণ করতাম। ১৩ এপ্রিল প্রসব ব্যথা শুরু হলে উপস্থিত হই, কিন্তু স্বাভাবিক প্রসব সম্ভব না হওয়ায় ডাক্তারদের সহযোগিতায় সিজার করানো হয়। এটি গৌরনদীতে গাভির প্রথম সিজারিয়ান ডেলিভারি।”
গৌরনদী উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ জানান, “প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সফলভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। গাভিটি অল্প বয়সে গর্ভধারণ করেছিল এবং বাচ্চাটিও ছিল পূর্ণ পরিপক্ব, ফলে স্বাভাবিক প্রসব সম্ভব হয়নি। তবে এখন মা ও বাছুর দুজনই সুস্থ আছে।”
এই ঘটনাকে গবাদিপশু চিকিৎসায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয় প্রাণিসম্পদ বিভাগ। হয়।
Post a Comment