আজ কাজে যাচ্ছেন না আসিফ মাহমুদ

আজ কাজে যাচ্ছেন না আসিফ মাহমুদ

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। আজ সোমবার সকাল থেকে বন্ধ ছিল অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম।

বিশ্বজুড়ে চলছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’। এবার এই কর্মসূচিতে যুক্ত হলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন, আজ কাজে যাচ্ছেন না তিনি।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘কাজ নেই, স্কুল নেই’। আজ কাজে যোগ দিচ্ছি না।

ওই পোস্টে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা দিয়ে 'সংহতি' জানান সরকারের এই উপদেষ্টা।

Post a Comment

Previous Post Next Post