নিষ্প্রভ মেসি, বিদায়ের শঙ্কায় মায়ামি

 


কনকাকাফ চ্যাম্পিয়নসের সেমিফাইনালের প্রথম লেগে ভ্যাঙ্কুভারের কাছে হেরে বিদায়ের আশঙ্কায় পড়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। ভ্যাঙ্কুভারের কাছে মায়ামি হেরেছে ২–০ গোলে। ম্যাচে একাধিক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন লিওনেল মেসি। জ্বলে উঠতে পারেননি লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটসরাও।


আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিসি প্লেস স্টেডিয়ামে শেষ পর্যন্ত মায়ামিকে দিয়েছে হতাশাজনক একই হারের স্বাদ।


শুরুতেই ভ্যাঙ্কুভার ছিল আক্রমণাত্মক। ২৪তম মিনিটে ডেডলক ভাঙে স্বাগতিকরা। পেদ্রো ভিতের ক্রসে হেডে গোল করেন মার্কিন স্ট্রাইকার ব্রায়ান হোয়াইট। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয় মায়ামি। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।


ম্যাচের দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় অতিথি দলের ফরোয়ার্ডরা। ৬৭তম মিনিটে আলবার ক্রসে গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লুইস সুয়ারেজ। ঠিক চার মিনিট পর সমতায় ফেরার আরও একটি সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি। ৭১ মিনিটে এই সুযোগ হাতছাড়া করেনমায়ামির সুযোগ মিসের মহড়ায় ব্যবধান বাড়িয়ে নেয় ভ্যাঙ্কুভার। ৮৫ মিনিটে জেইডেন নেলসনের অ্যাসিস্টে গোল করেন স্বাগতিক মিডফিল্ডার সেবাস্তিয়ান বারহাল্টার।


আগামী বৃহস্পতিবার (১ মে) ফিরতি লেগে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। মেসি।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post