Top News

সিরাজগঞ্জে পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

 


সিরাজগঞ্জের তাড়াশে এক পিকআপভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ি নামক স্থানে পথচারীরা তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।নিহত পিকআপভ্যান চালক রাসেদুল ইসলাম তাড়াশ পৌর সদরের ওয়াপদাবাঁধ এলাকার আব্দুল কাদেরের ছেলে।নিহতের মা আকলিমা খাতুন বলেন, ‘গতকাল শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিল রাশেদুল। সকালে তার লাশ পাওয়া গেল। কী কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে আমরা কিছুই জানি না।’


তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে শহীদ এম. এনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post